হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ‘মানিকগঞ্জের সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যান। এ কর্মসূচিতে শিক্ষার্থী মিথিলা আক্তার, শেখ রিয়া, রুবাইয়াত শারমিন মিষ্টি, এস এম জুবায়ের রহমান প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সাহসী কণ্ঠস্বর ও জুলাই আন্দোলনের মুখ শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভারতীয় আগ্রাসন এ দেশে আর চলবে না বলেও তারা জানান।
উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদি মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে তিনি গুলিবিদ্ধ হন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে শরিফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন।

